বৃহস্পতিবার (৬ মে) সকালে সালমা ওসমান লিপির পক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম পৃথক পৃথকভাবে নিজ কার্যালয়ের সামনে অসহায় দুই পরিবারের মাঝে দুটি অটোরিকশা হস্তান্তর করেন।
সালমা ওসমান লিপির নিজস্ব তহবিল থেকে দেয়া অনুদানের অর্থে এ দুটি অটোরিকশা ক্রয় করা হয়।
জানা গেছে, প্রথমে অগ্নিদগ্ধে নিহত নাহিদের স্ত্রী শাহীনার হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।
পরে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী হুমায়ন কবির কাদিরের হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এরকম মানবিক সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।