ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের বর্তমান এয়ার চীফ মার্শাল শ্রী আর কে এস ভদৌরিয়ার যায়গায় আসতে চলেছেন ভারতীয় ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইন চীফ কম্যান্ডের শ্রী বিবেক রাম চৌধুরী। তিনি এর আগে ভারতের জম্মু ও কাশ্মীরের লাখাদ ও বারমুলা পুন্জ সেক্টরের বায়ুসেনার দায়িত্ব পালন করেছেন।
এবং, ২০২১,সালে, এয়ার ফোর্স এর কম্যান্ড ইন চীফ শ্রী হরজিৎ সিঙ অরোরার যায়গায় কাজ করেন। এবং সম্মতি ভারতের হয়ে বাংলাদেশের বায়ুসেনার প্রশিক্ষণ দিয়ে আসেন কিছু দিন আগে ঢাকায় গিয়ে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ও বায়ুসেনার প্রধান এর সাথে সাক্ষাৎ করেন।
এবং ভারতের সাথে বাংলাদেশের বায়ুসেনার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করাতে সাহায্য করেন। ভারতের সীমান্ত এলাকা মজবুত টহলদারি করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।এই নিয়োগ দেয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিঙ ও ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ।।