ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলওয়ে পথে দূরত্ব ও সময় কমাতে ডুয়াল রেলওয়ে গেজ লাইন স্থাপনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের রেলওয়ে দপ্তরের মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন ও ভারতের বাংলাদেশের রাষ্ট্রদূত শ্রী এইচ সি বিক্রম দেরাইস্বামী এবং বাংলাদেশের রেলওয়ে সচিব ও ভারতের রেলওয়ে জেভি অফ রাইট ও আর ভি এসোসিয়েট মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
ভারত সরকারের লাইন অফ ক্রেডিট অধীনে উন্নত করা হবে। এর ফলে বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে সময় কম হয়ে যাবে। বগুড়া থেকে শহীদ এম পযন্ত নতুন সংস্করণ করে তা সরাসরি রেল লিঙ্ক স্থাপন করে সিরাজগঞ্জ পযন্ত নিয়ে গিয়ে ভারতের রেলওয়ে পথের সাথে জুড়ে দেওয়া হবে। যায় ফলে ঢাকা থেকে বাংলাদেশের উত্তর ও পূর্ব দিকে ভারতের বিভিন্ন যায়গায় যেতে একশত কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে প্রায় তিন ঘণ্টা কম সময় নেবে। এর ফলে ভারত ও বাংলাদেশের মানুষের জন্য ভ্রমণ করতে অনেটা সময় কুমে যাবে। । ।