স্টাফ রিপোর্টার

আবারো জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান জাফর ইকবাল। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান গরীব দুঃখী মানুষের আস্থাভাজন ব্যক্তি চেয়ারম্যান জাফর ইকবাল।

সামনে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে আমাদের সময় লাইভ টিভি ডট কমের রিপোর্টার সাতাশটি গ্রাম পরিদর্শন করেন এতে সবার মুখে একটি কথাই শুনতে পান বর্তমান চেয়ারম্যান জাফর ইকবালের কথা গ্রামে চা দোকানে মুরুব্বিদের মুখে শুনতে পাই চেয়ারম্যান জাফর ইকবাল গরিব-দুঃখীদের চেয়ারম্যান। গ্রামের একজন হতদরিদ্র মুরুব্বী বলেন জাফর ইকবাল আমাকে একটি বয়স্ক ভাতা করে দিয়েছেন আমি তার জন্য সব সময় দোয়া করবো। এই লোকটা জন্যই আজকে আমি বৃদ্ধ হিসেবে টাকাগুলো পেয়ে চলতে পারতেছি।

গ্রামের আরেকজন বৃদ্ধ মহিলা বলতেছেন আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেরা আমাকে দেখাশোনা করে না খাওন পর্যন্ত দেয় না অনেক কষ্টে দিন কাটাইতেছি এই জাফর ইকবাল চেয়ারম্যান আমাকে একটি বিধবা বাতা দিয়েছেন আমি এখন অনেক ভালোই আছি আমি নামাজ পড়ে সব সময় জাফর ইকবাল চেয়ারম্যানের জন্য দোয়া করব। সাতাশটি গ্রামের মানুষ আরো বলেন জাফর ইকবাল যে উন্নয়ন করেছে সেটা ভুলার মত নয় আমরা চাই আবার গরিবের চেয়ারম্যান জাফর ইকবালকে। গ্রামের মানুষ আরও বলেন এই করোনা মহামারীতে আমাদের কাজকর্ম ছিলনা অনেক কষ্টে ছিলাম এই জাফর ইকবাল চেয়ারম্যান আমাদেরকে ঈদের উপহার সামগ্রী দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ উনাকে যেন গরিব-দুঃখীর খেদমত করার জন্য আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *