মোঃআবু জাফর(প্রদ্বীপ ) প্রতিনিধি কলাপাড়া

র‍্যাব ৮ সিপিসি ১পটুয়াখালী ক্যাম্প অদ্য ০২/০৪/২০২২ ইংরেজি তারিখ আনুমানিক
১২,৩০ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ৷

অভিযান পরিচালনা করে আনুমানিক১১:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেযে বরগুনা জেলার আমতলী থানাধীন দক্ষিণ পাশে সূইজ কালভার্টের উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছে ৷

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানির অধিনায়ক লে,কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম(এস)পি সিজি
এম এস বিএন এর নেতৃত্বে আনুমানিক ১২:৩০ ঘটিকায় সময় র‍্যাবের উপস্থিতিটের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে৷

গ্রেপ্তারকৃত আসামির নাম হল মোঃসাইফুল ইসলাম ( সজীব) (২০)পিংদুলাল হাওলাদার
সাং বাদুর গাছা থানা তালতলী জেলা বরগুনা ৷

উক্ত আসামীকে জিজ্ঞেসাবাদে এক একপর্যায়ে স্বীকার করেন যে পেষায় একজন ছাত্র হলোও মাদকই তারপ্রকৃত ব্যবসা ৷

উক্ত আসামীর নিকট হইতে
৭৮পিস ইয়াবা ট্যাবলেটও একটি মোবাইলফোন ২টি সীম উদ্ধার করা হয় ৷

কথিত ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য আনুমানিক ১৫,৬০০টাকা৷ ধৃত আসামি বরগুনা আমতলী থানাধীন এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়ারা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসতছে ৷
এই ব্যাপারে র‍্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *