নিজস্ব প্রতিবেদক
আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব, তবে একটা জিনিস পারব না। সেটা হল মাদক ও সন্ত্রাস। আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি চেষ্টা করব, তবে আমি একা পারব না। আপনাদের সকলকে নিয়ে ভাল মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।

রোববার (১৯ নভেম্বর) বিকালে নাসিক ৮নং ওয়ার্ডে মসজিদ উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছে। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন, আমেরিকার এম্বেসির পতাকাও অর্ধনিন্ম রাখতে হয়েছে। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন। ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বলল আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে ফখরুল সাহেব চুপ থাকেন! কেন, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।

তিনি বলেন, আমাকে হয়ত মারার চেষ্টা করছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এসকল খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।

উক্ত অনুষ্ঠানে কাউন্সিলর রুহুল আমীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ এডভোকেট খোকন সাহা, সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব মজিবুর রহমান , সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব ইয়াসিন মিয়া, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব রিয়াজ উদ্দিন রেনু, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ হাজী মোঃ শাহ আলম, কাউন্সিলর ১০ নং ওয়ার্ড নাসিক হাজী মোঃ ইফতেখার আলম, ভারপ্রাপ্ত সভাপতি গোদনাইল ইউনিয়ন আওয়ামিলীগ হাজী আবুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক গোদনাইল ইউনিয়ন আওয়ামিলীগ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম ।

বায়তুল মা’মুর জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এমপি কে নৌকার আদলে বিশেষ সম্মাননা প্রদান করেন নিউজ পোর্টাল ৭১ বাংলাদেশ এর সম্পাদক মোঃ নবী হোসেন ( স্বপন)

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী মহসিন,কৃষক লীগের ইয়াসিন মিয়া,যুবলীগের শাহজাহান, আওয়ামিলীগ নেতা মহসিন ভুইঁয়া, শ্রমিকলীগের মঞ্জু, সেচ্ছাসেব লীগের আমির হোসেন, শিহাব উদ্দিন রিপন, কাজী অহিদ আলম, নূর হোসেন পাঠান, আক্তার হোসেন, আয়নাল,মুমিনুল আলম পোষণ, ছাত্র লীগের তামিম,আরিফ রাহাত হোসেন নিলয়, শাকিল, মামুন, আক্তার, সজীব, বিদ্যুৎ সহ অসংখ্য নেতাকর্মী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *