কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুড়িডিক্যাল সার্ভিস এর ১৪,তম, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমাকে কেউ সম্মান লুট করতে আসলে, তবেই সব লুট হয়ে যাবে। আজকের হল ভর্তি আইনজীবী ও আইনের ছাত্রদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাধারণ মানুষের বিচারের শেষ ভরসা বিচার ব্যবস্থা।
এই ব্যবস্থা যাতে পক্ষ কোন ভাবে প্রচারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মনে করেন। তিনি আজকের সভায় উপস্থিত ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত ও বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী র সামনে রেখে বক্তব্য রাখছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গরীব ও অসহায় মানুষের শেষ ভরসা এই বিচার ব্যবস্থা। সাধারণত মানুষের ন্যায় অধিকার দিতে বিচার ব্যবস্থা কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি রা।