নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড বাসিন্দাদের।

কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন ছন্দ ভাষায় হাসি দুঃখের মাঝেই চলে গেলো একটি বছর ভালো মন্দ আলো আঁধার স্মৃতি হয়ে থাকবে গত একটি বছর, কারণ গত দুই টি বছর মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আমাদের সকলের গোছালো জীবন কে অগোছালো করেছে তাই ২০২১ সালের কথা আমাদের হৃদয় থেকে যাবে সারাটি জীবন।

মহান দয়াময় আল্লাহর কাছে দোয়া করি আসছে ইংরেজি নববর্ষের নতুন বছর ২০২২ আগামী বছর যেন আমাদের সকলের দুক্ষ কষ্ট দূর করে দিয়ে আনন্দ মুখরিত জীবন দান করেন।
নতুন বছর উপলক্ষে আমার ৮নং বাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Happy New Year 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *