71bangladesh

স্টাফ রিপোর্টার ঃ অসহায়, দুস্থ ও অবহেলিত নারীদের সাবলম্বী করারলক্ষ্যে নারায়ণগঞ্জে ইনসিয়ার শুভ উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় টেইলারিং, ব্লকবাটিক, পাট ও সুতার প্রশিক্ষণ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষন
কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ইনসিয়ার চেয়ারম্যান সায়মা শাহিদা ইসলাম। তিনি বলেন, নারীকে বিভিন্ন গুণে গুণা​ন্বিত
হতে হবে। সাহস দেখাতে হবে। প্রশিক্ষিত হতে হবে।

নারী সাহসী ও শিক্ষিত হলেই সমাজ অগ্রসর হবে। কণ্ঠশিল্পী রোকসানা পারভীন পিংকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম দিনেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার সাবিকুন নাহার ও নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের সভাপতি সালমা সুলতানা। দ্বিতীয় দিন ১০ আগষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী। প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব ইফতে সাম ও নারী উদ্যোক্তা আমেনা বেগম সোনিয়া। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইনসিয়ার পরিচালক ও দক্ষ প্রশিক্ষক মাজেদা হোসাইন মিতা।

প্রশিক্ষন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লিজা জাহান, মোসাঃ আয়শা আক্তার, আকলিমা চৌধুরী, সাজলিমা চৌধুরী, তাসলিমা চৌধুরী, শামীমা আক্তার নিশি, ইতি আক্তার, মঞ্জুপাল চৌধুরী,রুবিনা আক্তার, রাবেয়া সুলতানা মাহিয়া, পিংকী চৌধুরী,সাদমি তাবাসসুম, শারমীন আফরিন ও মনিকা আক্তার প্রমুখ। উল্লেখ্য যে, ইনসিয়া সংগঠনটি নারীদের আত্মনির্ভরশীল করার
লক্ষ্যে ঢাকা-কেরানীগঞ্জ থেকে যাত্রা শুরু করে কুমিল্লা এবং নারায়ণগঞ্জে বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ শুরু করে। ইনসিয়া
আয়োজিত হস্তশিল্প প্রশিক্ষন কর্মশালাটি নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সফল সংগঠন মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *