নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ আদমজী রোড সিটি করর্পোরেশন ৮ নং ওয়ার্ড আইল পাড়া জেলে পাড়া পুলের দক্ষিণ পাশে মেইন রোড ইব্রাহীম গার্মেন্সের শ্রমিক গত মাসের অর্থাৎ এপ্রিল মাসের বেতন, বাৎসরিক বোনাস, ও ঈদের ছুটি নিয়ে এই আন্দোলনের ঘটনা ঘটে। এতে করে চাষাঢ়া টু আদমজী চিটাগাং রোড প্রায় দুই ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার রাস্তা জেমে পরিনতি হয়ে সাধারণ মানুষ ও যাত্রী দের ভোগান্তির কারণ হয়ে ধারায়।

পরে ইব্রাহীম গার্মেন্সের চেয়ারম্যান ইউসুফ সাহেব আসার আগ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাসটিয়াল পুলিশ যৌথ সহায়তায় আন্দোলন পরিস্থিতি মোটামুটি শিথিল থাকলেও ইব্রাহীম গার্মেন্সের চেয়ারম্যান ইউসুফ সাহেব এসে শ্রমিক দের সকল দাবী মেনে আগামী ১১ মে ও ১২ ইং মে এর মধ্যে সকল শ্রমিক দের পাওনা পরিষদের আস্বস্ত করে সকল কে কাজে মনোযোগ দেওয়ার কথা বল্লে সবাই আন্দোলন পরিস্থিতি বন্ধ করে কাজে মনোযোগী হন।

পরে গার্মেন্স ম্যনেজার শাহিন সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে বলেন তাদের এই আন্দোলন ভিত্তিহীন কারণ আমাদের ফ্যক্ট্ররিতে শ্রমিকদের কোনো বকেয়া নেই হয়তো সরকারি ছুটি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি কারণ বসত এই আন্দোলন পরিস্থিতি হয়েছে। সরকারি ছুটি তিন দিন শ্রমিক দের দাবি সাতদিন ছিল, কিন্তু শ্রমিক দের কেউই আমাদের সংগে কোনো প্রকার আলোচনা না করেই আন্দোলন করে রাস্তা বন্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *