ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাথে চুক্তিবদ্ধ হলো দেশের অন্যতম সেরা আইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্রিস্টাল ভিশন সলিউশনস।
বৃহস্পতিবার ই ক্যাবের কার্যালয়ে দুই প্রতিষ্ঠান নিজ নিজ পক্ষে যৌথ স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ই-ক্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো ক্রিস্টাল ভিশন সলিউশনস থেকে কম্পিউটার ইকুপমেন্ট, নেটওয়ার্ক ইকুপমেন্ট, সার্ভার ইকুইপমেন্ট , সিকিউরিটি ইকুপমেন্ট, সাউন্ড সিস্টেম, ফায়ার ইকুপমেন্ট, অ্যাপেল প্রোডাক্ট, ই-কমার্স ওয়েবসাইট, এসইও সার্ভিসেস,সফটওয়্যার এন্ড বারকোড লেভেলসহ আইটি এক্সেসরিজ এর উপর বিশেষ সুবিধা লাভ করবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস্টাল ভিশন সলিউশনস এর পক্ষ থেকে জনাব মো: ফরহাদ হোসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগন । ই-ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জনাব আব্দুর রহমান মামুন, কো চেয়ারম্যান হোসনে আরা নূরী নওরিন এবং ই-ক্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।