নিজস্ব প্রতিবেদক
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৮ নং ওয়ার্ডে অসহায়, ছিন্নমূল, কর্মহীন ও বিধবাদের মুখে ঈদের হাসি ফুটাতে ও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার তুলে দেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় ধনকুন্ডা ঈদগাহ মাঠে ৬০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন তিনি।

এসময় রুহুল আমিন মোল্লা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমার ওয়ার্ডের চৈাধুরী বাড়ি, পাঠানতুলি, এনায়েত নগর, ২নং বাস ষ্ট্যান্ড, ধনাকুন্ডে, বাড়ৈপাড়াসহ বিভিন্ন এলাকার গন্যমান্য মুরুব্বিদের নিয়ে আমি আমার নিজের ওয়ার্ডের সকল অসহায় গরীব দু:স্থ, ছিন্নমূল, কর্মহীন ও বিধবাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী, শাড়ী, লুঙ্গী, নগদ অর্থ দিয়ে যাচ্ছি।

গতকাল মঙ্গলবারও পাঠানতুলি প্রাইমারী স্কুলে ওই এলাকায় ৭০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছি ।
তারই ধারাবাহিকতায় আজ ধনাকুন্ডা এই ঈদগাহ মাঠে ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মহ্উিদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সাউদ, হাজী আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, মহামারী করোনার শুরু থেকে এখন পর্যন্ত সর্বদা যাকে মানুষের পাশে দেখা যাচ্ছে বিশেষ করে ৮নং ওয়ার্ডের মানুষগুলোর প্রতি খেয়াল রাখা, গরিব অসহায় দু:স্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দেয়াসহ বিভিন্ন কর্মকান্ডে তিনি বিরল দৃষ্টান্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *