এন. এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় সংকটময় সময়ে একে প্রতিরোধ করার লক্ষ্যে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণের জন্য উপজেলা প্রশাসনকে সাড়ে তিন হাজার সার্জিক্যাল মাস্ক উপহার দিয়েছেন আরেফিন মিডিয়া নামের একটি আইটি প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষে এসব মাস্ক উপহার হিসেবে ইউএনও মোহাম্মদ-আল-মারুফের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বাপেক্স’র ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, আ’লীগ নেতা অমলেশ সরকার, সাংবাদিক শেখ মামুন-উর-রশিদ, পিন্টু কুমার সরকার প্রমূখ।
