আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে । মন্দির গুলোর আশেপাশে বসবাসরত নানা ধর্ম ও বর্ণের মানুষ জনও ধর্মীয় সম্প্রীতির বন্ধন রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু,অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম,কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহকারি কমিশনার (ভূমি) উলিপুর কাজী মাহমুদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরবক্ত মিয়া,সাতদরগাহ নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য,গত বছর কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে একটি চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী শারদীয় দুর্গাপূজার সময় উলিপুর উপজেলার গুনাইগাছ,থেতরাই ও বেগমগঞ্জ ইউনিয়নের ৬ টি মন্দিরে ব্যাপক ভাংচুর চালায়। এঘটনায় পুলিশ উলিপুর থানায় ৬ টি মামলা দায়ের করেন এবং ভিডিও ফুটেজ পরীক্ষা করে প্রায় অর্ধশতাধিক ব্যাক্তিকে আটক করে। এ পর্যন্ত পাঁচটি মামলার অভিযোগ পত্র আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন।