কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় বিএনপির উদ্যোগে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। উলিপুর উপজেলা বিএনপির উদ্যোগে ১০ দফা বাস্তবায়নের দাবীতে সকাল ১১টায় উপজেলা বিএনপির অফিসের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু বক্তব্য দেন।বক্তারা তাদের বক্তব্যে আন্দোলনের জন্য নেতা কর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান ও সরকারকে ১০ দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।