কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অসহায় পরিবারের মাঝে জিসকা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় রমজানের উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে উলিপুর বহুমুখী আলিম মাদরাসা মাঠে ৫০ পরিবারের প্রতিটির মাঝে
খাদ্যসামগ্রী হিসাবে চাল ৫ কেজি চাল, ৫ কেজি আলু,১কেজি ডাল, ১কেজি ছোলা, ১কেজি চিনি, সেমাই ১কেজি ও ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।
জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদ্দাম খান জানান, কুড়িগ্রাম একটি দারিদ্রতম জেলা। এখানকার মানুষ অনেক কষ্ট করে জীবন-যাপন করে। আমরা বন্যা ও শীত সহ নানাভাবে এ জেলার মানুষকে সহযোগিতা করে আসছি। কুড়িগ্রামের অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন, উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শফিকুর রহমান, সভাপতি মজিবুল আহসান রাজু প্রমুখ।