কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর শ্রম কল্যাণ উপ কমিটি গঠন করা হয়েছে।
১১মার্চ কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে উলিপুর কমিটির সদস্যদের আলোচনাক্রমে ১৪ সদস্য বিশিষ্ট উলিপুর শ্রম কল্যাণ উপ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে হামিদুর রহমান লিটন ও সিরাজুল ইসলাম সাজু।সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির নেতৃবৃন্দ ও উলিপুর উপকমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা শ্রমিক ভাইদের কল্যাণে আজীবন কাজ করে যাব।
এদিকে নতুন কমিটিকে দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি আসলাম উদ্দিন আহম্মেদ, এসএসসি ১৯৮৬ বাংলাদেশের উলিপুর উপজেলা কমিটির সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক ফিরোজ আলম অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, সভাপতি হিসেবে হামিদুর রহমান লিটন তিনবার ও সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম সাজু চার বার দায়িত্ব পালন করছেন।