তানোর(রাজশাহী)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এনজিও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ ও ঋণের বোঝা সইতে না পেরে আবদুস সাত্তার (৬৭) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। গত শুক্রবার ভোররাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল গ্রামের পুকুর পাড়ের আমগাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত আবদুস সাত্তার ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার রাতে পাশের বাড়ির এক কথিত এনজিও (সমিতি) কর্মী সাত্তারকে টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে অকথ্য ভাষায় গালাগালী ও পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখায়,তাদের ধারণা এই আতঙ্ক থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে।এবিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, গত শুক্রবার ভোররাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল গ্রামের গোরস্থান পাশে জনৈক এজাবুল তেলি বাড়ি সংলগ্ন রাস্তার ধারে আমগাছে আবদুস সাত্তার (৬৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ গোমস্তাপুর থানায় নিয়ে যায়।তিনি জানান, এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানতে পারেন আবদুস সাত্তার একাধিক এনজিওর টাকা পরিশোধ করতে হিমসিম খাচ্ছিলেন। তার এ দুশ্চিন্তা থেকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাশ বলেন, লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।