মোঃ আজিজুল হক রিপোর্টারঃ
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন ঘিরে সারা দেশের ছোট-বড় প্রায় সাড়ে চার কোটি ব্যবসায়ীর মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। বিগত যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন বিষয়ে সাধারণ সদস্য এবং পরিচালক প্রার্থীরা ব্যাপক আগ্রহভরে অপেক্ষা করছেন। এবার এফবিসিসিআই-নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মোঃ রকিবুল আলম দিপু স্মার্ট এফবিসিসিআই গড়ে দেশ ও ব্যবসায়ীদের হৃদয়ে থাকতে চান। তিনি তার সর্ব্বোচ্চ দক্ষতা দিয়ে সাধারণ পরিষদের সব সদস্যের জন্য নিরিলসভাবে কাজ করতে চান। এ ব্যাপারে তিনি সাধারণ পরিষদের সব সদস্যের কাছে দোয়া ও সমর্থন এবং ভোট কামনা করছেন।

এসময় দিপুর সামর্থকরা প্রতিবেদককে জানান, করোনাকালীন কঠিন সময়ে সাধারণ ব্যবসায়ীদের পাশে থেকে নানাভাবে সহযোগীতার হাত বাড়িয়েছেন দিপু ভাই। এছাড়াও ব্যাসায়ীদেন যে কোন বিপদে-আপদে ছুটে এসেছেন, পরামর্শ দিয়ে পাশে থেকেছেন রকিবুল আলম। স্বভাবত আমরা যারা প্রকৃত ব্যাবসায়ী; এক কথায় আমরা তাকে জয়ী পরিচালক দেখতে চাই।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ভোটশেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয় জন সহ-সভাপতি পদে নির্বাচন হবে ২ আগস্ট।
Ajijul Haque
Ajijul Haque Najmul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *