মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
দীর্ঘদিনের মানুষের ভোগান্তি,মানুষের প্রানের দাবী ছিল লোহাগাড়া উপজেলার সদরের চৌধুরী সড়কের বিমান বিল্ডিংস্থ এলাকায় বড় বড় গর্তে পরিণত হয়েছিল। সামান্য হাঁটু পানিতে ডুবে যেতো সড়কটি। এটি অত্যন্ত জনগুরুত্বপুর্ণ ও,ব্যস্ততম সড়ক হিসেবে বেশ পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুরাতন মা-মনি হাসপাতাল বর্তমান লোহাগাড়া মা শিশু হাসপাতালের পুর্ব পার্শ্বে লোহাগাড়া চৌধুরী সড়কের কাজ শুরু করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলজিইডি কর্তৃক চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রায় ৪৭ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে এ সড়কটির কাজ শুরু করা হয়।
আজকে উক্ত সড়কের কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়, সড়কটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭লক্ষ ৪৬ হাজার টাকা। সড়কের বড় বড় গর্তের অংশের মধ্যে আরসিসি ঢালাই এবং স্বাভাবিক স্থানে কার্পেটিং এর কাজ করা হবে।
২ আগস্ট( মঙ্গলবার) সকালে চলমান সড়কের কাজ পরিদর্শনে আসেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির।এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি সম্রাট, ঠিকাদার মুহাম্মদ ফারুক, মুহাম্মদ শাহ আলম সহ অন্যানারা।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির জানান, দীর্ঘদিন ধরে সড়কের বড় বড় গর্তের কারণে সাধারণ মানুষ, পথচারী,গাড়ি চলাচলে চরম ভোগান্তির মধ্যে ছিল। এ বিষয়ে উপজেলা পরিষদ সভায় বার বার উপস্থাপন করা হয়। মাননীয় এমপি মহোদয়কে সড়কটির ব্যাপারে বার বার জানানো হয়েছে। মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় চৌধুরী সড়কের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে চলমান সড়কটির কাজ পরিদর্শন করেছি।
উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর জানান, মাননীয় এমপি মহোদয়,উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সড়কটি দ্রুত বাস্তবায়নের জন্য বার বার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে সড়কটির কাজ শুরু করা হয়েছে। সড়কটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭লক্ষ ৪৬ হাজার টাকা। সড়কের যেখানে বড় বড় গর্তের অংশ রয়েছে সেখানে আরসিসি ঢালাই হবে এবং স্বাভাবিক স্থানে কার্পেটিং এর কাজ হবে বলেও তিনি জানান।