কবিতাঃ ভালো কিছু করে দেখ সুখী নিজের ভুবন
মোঃ আল আমিন ইসলাম
হিংসা করিওনা ধ্বংস হবে
লোভ করিওনা পাপ হবে।
অহংকার করিওনা ঝঙ্কার হবে
ক্ষমতা দেখাতে নেই মাটিতে পড়ে রবে।
পাপের টাকায় হয়না শান্তি
অহংকারের সম্মান থাকেনা বেশি দিন।
ভালো দেখিয়ে মন্দ করিলে নিজের ক্ষতি।
মিষ্টি কথায় চিড়ে ভিজে না
সত্য কথায় শত্রু ছাড়া বন্ধু বাড়ে না।
বর্তমান সময় ভালো’র মৃত্যু মিথ্যার জয় ।
জন্ম সত্য মৃত্যু সত্য আরো সত্য জীবন
ভালো কিছু করে দেখ সুখী নিজের ভুবন।
A.R alamin……