কবিতা সখের একটি মটর সাইকেল।
মোঃ আল আমিন ইসলাম।
সখের একটি মটর সাইকেল
গতি অনেক বেশি,
মাতাল হাওয়ায় উড়তে গিয়ে
ভুলি আপন প্রতিবেশী,
একটি ভুল হারিয়ে যায়
জীবন চলার গতি,
সখ যে আমার উতলা মন
মানেনা আপন পর,
নিজের অর্থ না থাকিলেও
রাগে ছাড়ছি বাড়ি ঘর।
বাবা মায়ের মন যে বড় থাকেনা
রাগ গোশা,
সন্তান কে ডাকে বারে বারে
ফিরে আয় বাসায়,
সখ যে আমার উতলা মন
মানেনা কোনো কথা
বাসায় ফিরে বারে বারে বলছি
মটর সাইকেলের কথা।
বাবা মায়ে আমার সখের দিল
কতটা দাম,
আমি মটর সাইকেল নিয়ে
ঘুরছি সারাদেশ,
১০ সেকেন্ড আগে যেতেই
হচ্ছে জীবন শেষ।
গেনী বলে গুনের কথা সময়ের
চেয়ে জীবনের মুল্য অনেক বেশি।
কেন আমরা মটর সাইকেলের গতি নিয়ে রাস্তায় করছি বারাবাড়ি।
একটি ভুলে সারাজীবন
কাঁদছে পরিবার আপনজন
কাঁদছে প্রতিবেশী।