মোঃ আব্দুল্লাহিল জামান(বিপুল)
অফিসার ইনচার্জ,সুন্দরগঞ্জ থানা,গাইবান্ধা।
ফাগুন এলো বলে
তপ্ত হাওয়ায় মন পুরে,
সোনালী গমের শিষে
আগুনে রোদ্দুর
বাতাসের সাথে খেলা করে।
আমি খেলার সাথির তরে
পথ চেয়ে রই….
ঔ যে অশথ!
মেঠো পথের শীর্ণকায় প্রান্তরে
একাকী দাড়িয়ে
আমি হব তেমন সাহসী
ছিনিয়ে নিব ফাল্গুনী
দিব্য ছিনিয়ে নিব
আমার শীতলতার পুষ্পাঞ্জলি।
কৃষ্ণ কেশি মেঘের তোরে
ঘূর্ণী রথে সারথী হয়ে
ছো মেরে বুঝিয়ে দিব
আমার চাওয়ার তেজটি কেমন !
ফাগুন এলো বলে
শুস্ক তাপে দাহ্য হয়ে
পোড়া মাটির আদম হব
শেন্য জীবন পূর্ন করে
তোমার ঘোরে ধন্য হব
খোঁড়া বলো, অধম বলো,
তবু আমি তেজিই রব।
ফাগুন এলো বলেই
সত্যিকারের প্রেমিক হবো।।