স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে সোমবার সকালে কাঁচপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠের পানি ও উত্তরপাড়া সোনাতলা এলাকার পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম খাঁন। এসময় ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহিউদ্দিন মিয়া, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীন, সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি আসাদুজ্জামান আসু, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফয়সাল খাঁন, আবু সাঈদ রাজীব, যুবলীগ নেতা জনি খাঁন, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা পারভেজ আল গণি, সাগর ও ফয়সাল উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নূরে আলম খাঁনের সার্বিক সমন্বয়ে ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহবুব খাঁনের সার্বিক তদারকিতে উক্ত ড্রেন নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে বলে জানা গেছে। জনস্বার্থে ও ড্রেনটি যাতে ঠিকভাবে নির্মাণ হয় এবং যাতে দীর্ঘদিন এ ড্রেন দিয়ে ভালোভাবে পানি নিস্কাশন হতে পারে সেজন্য মাহবুব খাঁন উক্ত ড্রেন নির্মাণের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন বলে জানা গেছে।
