নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২১ এপ্রিল নাসিক ৮নং ওয়ার্ডে তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাজের অসহায় দরিদ্র মানুষের দ্বিতীয় পর্বে প্রতিবারের নেয় এবারও ঈদ বস্র বিতরণ করেছেন,
৮নং ওয়ার্ড তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলে সকাল ১১.৩০ মিনিট সময় কাউন্সিলর রুহুল আমীন মোল্লা উপস্থিত সহ এস এইচ এম মাহাবুব আলম, শিহাব উদ্দিন রিপন,খায়রুল আলম, দিল মোহাম্মদ দিলু, আক্তার হোসেন, রুবেল, বাবু সজীব ও মহিলা আওয়ামিলীগ নেতৃ আছমা ও অন্যান ঈদ বস্র বিতরণ সম্পন্ন করা হয়েছে।
অন্য দিকে দুপুর ৩ টায় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ধনকুন্ডা এলাকাবাসীর দরিদ্র দের মাঝে ঈদ বস্র বিতরণ করা হয়েছে এসময়ে কাউন্সিলর অফিসের সচিব সাইফুল ইসলাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।