আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পলাশবাড়ি গড়িয়ালি গ্রামের খালের ওপর নির্মিত হয়েছে ব্রিজটি । ব্রিজটি নির্মাণে
৪০ লক্ষাধিক টাকা ব্যয় হলেও স্থানীয়দের কোনাে উপকারে আসছে না । এনিয়ে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
সরেজমিনে দেখা যায় , ওই গ্রামের হিন্দুপাড়া সংলগ্ন খালের ওপর ব্রিজটি দৃশ্যমান থাকলেও দুইপাশে নেই সংযােগ সড়ক । ব্রিজের ওপর দিয়ে যানবাহন তাে দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত করা সম্ভব নয় । যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ব্রিজটি নির্মাণ করা হয় ।
আরিফুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন , খালের ওপর যে ব্রিজটি নির্মাণ হয়েছে তা অপরিকল্পিত । এখানে ব্রিজের কোনাে দরকার নেই । ব্রিজ হলেও রাস্তা না হওয়ায় এটা আমাদের কোনাে কাজে আসছে না । বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের ( ইউপি ) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন , ২০১৬-১৭ সালে ব্রিজটি নির্মাণ হলেও কোনাে যানবাহন চলাচল করে না । ব্রিজটির সংযােগ সড়ক নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি ।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন , ব্রিজটির সংযােগ সড়ক করার প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) যােবায়ের হােসেন বলেন , ব্রিজ নির্মাণের পর মানুষ চলাচল করে না বিষয়টি আমার জানা নেই । তবে ব্রিজটি পরিদর্শন করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।