মোঃ শাকিল আহমেদ
গাজীপুরের অদূরে কাশিমপুরে ৪নং ওয়ার্ড এর হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় মধ্য বয়সী এক যুবকের মাথা এবং হাত-পা বিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বলেন পুকুরপাড় এলাকার একটি পতিত ডুবা থেকে জিন্স পেন্ট পড়া কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।কিছুদিন আগে (২৬/০২/২০২১) একই এলাকা থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
এই নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, লাশটি সনাক্ত করার চেষ্টা করছি এবং যেহেতু এই এলাকায় ধরনের ঘটনা বেশি তাই এই এলাকায় সিসিটিভি ধারা এলাকা অপরাধ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করছি।