নিজস্ব সংবাদদাতা: কখনো চেয়ারম্যানের কাছের লোক, কখনো আওয়ামী লীগের বড় নেতা- এসব পরিচয় দিয়ে ফতুল্লার কাশীপুরের নরসিংপুর এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন মশিউর রহমান দুলাল নামের এক ভূমিদস্যু ও সন্ত্রাসী।

অভিযোগ উঠেছে, কাশীপুর মধ্যনরসিংপুর এলাকায় নিরীহ মানুষজনকে জিম্মি করে ভূমিদস্যুতা ও মাদক ব্যবসা করে বেড়াচ্ছেন দুলাল। নিজেকে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদল’র কাছের লোক পরিচয় দেবার কারণে সাধারণ মানুষ ভয়ে কিছু বলতেও সাহস পায় না।

স্থানীয়রা জানিয়েছেন, ড্রেজার ব্যবসার নামে যার-তার জমি ভরাট করে ফেলেন। এরপর ওই জমি নিজের বলে দাবী করেন। পরে নানা দেন-দরবার করিয়ে বালু ভরাটের দ্বিগুন টাকা আদায় করে থাকেন।

স্থানীয়দের আরও অভিযোগ, বালু ব্যবসার আড়ালে দুলাল মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। ওই এলাকার কয়েকটি মাদকের স্পট গড়ে তুলেছেন। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ও কয়েকজন উঠতি আওয়ামী নেতাদের সঙ্গে নিয়ে দিব্যি এসব অপকর্ম করে যাচ্ছেন।

এ বিষয়ে কথা বলার জন্য মশিউর রহমান দুলালকে মোবাইলে ফোন দিলে দুলাল জানায় অন্যের জায়গা বালি দিয়ে ভরাট করে যদি আমার জায়গা বলে দখল করি তাহলে পুরো বাংলাদেশ আমার বলে মন্তব্য করেন।

তবে এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদল বলেন- আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কাউকে অপরাধ করতে দেয়া হবে না। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের ছাড় নেই। যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

একইভাবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন- সন্ত্রাসীদের দলীয় কোন পরিচয় নেই। অপরাধ করার নির্দিষ্ট অভিযোগ থাকলে সে যে দলেরই হোক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *