আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সরকারি কলেজ ও মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং মজিদা কলেজের সাবেক অধ্যক্ষ কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য ডেইলি অবজারভারের কুড়িগ্রাম প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার খান ১২ মে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে তার মরদেহ তার গ্রামের বাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন বাড়ীতে জানাজা শেষে কবরস্থ করা হয়। তার মৃত্যুতে কুড়িগ্রাম ও উলিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
