আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অগ্নিকান্ডের ঝুঁকি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ এপ্রিল সকাল ১১টায় কুড়িগ্রামের সদর উপজেলার নছর উদ্দিন মার্কেট, এন আর প্লাজা,পুরাতন কাপড় পট্টিতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
এসময় ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকি, ফায়ার এক্সটিংগুইশার এর মেয়াদ পরীক্ষা, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান,বৈদ্যুতিক সরঞ্জামাদি পরীক্ষা এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম পরিহার করার নির্দেশনা দেওয়া হয়।এছাড়াও, রাস্তার উপরে যত্রতত্র এলপিজি গ্যাসের সিলিন্ডার ও জ্বালানী তেল বিক্রয় না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।
এসময় কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোদাচ্ছির বিন আলী, ভোক্তা অধিকার কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।