আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
নানা কর্মসূচির আয়োজনে কুড়িগ্রাম জেলায় বাংলা নববর্ষ পালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।দিনের অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
সর্বস্তরের কর্মকর্তা ও সূধীজনের অংশগ্রহণে বর্ণাঢ্য একটি বৈশাখী র্যালি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। জেলার ৯টি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০কে যথাযথ মর্যাদায় বরণ করতে অনুরুপ কর্মসূচির আয়োজন করে।
