আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় ব্রজপাতে ২ জনের মৃত্যু আহত হয়েছে ৩ জন। ২৩ মে মঙ্গলবার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গনকপাড়া গ্রামের রহিজ উদ্দিন পুত্র দিনমজুর শাহজালাল মিয়া(৪৫) থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার এলাকায় তিস্তানদীর পাড়ে বাদাম তুলতে যায়। বিকেল সোয়া ৪ টার দিকে আকস্মিক কালো মেঘ আকাশ ছেয়ে আসে।এসময় ব্রজপাতে শাহাজালাল মারা যায়।

অন্যদিকে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় ধান কাটার সময় আকষ্মিক বৃষ্টি ও বাতাস শুরু হলে ৭/৮ জন কৃষি শ্রমিক পার্শ্ববতী একটি ছায়লা ঘরে আশ্রয় নেন। সেখানেই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ৪ জন মারাত্মক আহত হয়। তাদেরকে জরুরী ভিত্তিতে উলিপুর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক অবরু শেখ (৫০) নামের ১জনকে মৃত ঘোষণা করেন।

তার পিতার নাম নজো শেখ।আহত অপর ৩ জন উলিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ফুলবাবু (৪০), আম্বার আলীর (৩৭) অবস্থা আশংকাজনক। রানীগঞ্জ ইউনিয়নের মেম্বার বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *