আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার জি আর ওয়ারেন্ট মূলে ১জন রাজারহাটে ১ জন, সি আর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদরে ১জন, ফুলবাড়ী থানায় ৩জন।

নিয়মিত মামলায় কুড়িগ্রাম সদরে ১৪জন, নাগেশ্বরী থানায় ১জন, ফুলবাড়ী থানায় ৪জন, ভূরুঙ্গামারী থানায় ১জন, কচাকাটা থানায় ৭জন, পূর্বের মামলায় কুড়িগ্রাম সদরে ২ সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *