আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার সোলাগাড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে রাশেদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ১৯ ডিসেম্বর বিকাল ৫ টায়।ওই গ্রামের আখের আলীর পুত্র রাশেদ রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি চাপা দেয়।এ সময় মাথাসহ সমস্ত শরীর থেতলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন ট্রলিসহ চালককে আটক করেন। জানা গেছে, ট্রলির চালক চাকিরপশার ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে।
