তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোর ও গোদাগাড়ী সীমান্তবর্তী রিশিকুল ইউপির আন্ধারাইল বিলে ফসলী জমিতে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয়রা বলছে, এলাকাবাসীর বাধা উপেক্ষা, নীতিমালা লঙ্ঘন, শ্রেণী পরিবর্তন না করে ও বিলের পানি প্রবাহ পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে ফসলী জমিতে পুকুর খনন করা হলেও উপজেলা বা পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সচেতন মহলের ভাষ্য এই পুকুর খনন বন্ধ করতে ব্যর্থ হলে বর্ষা মৌসুমে চকপাড়া-আন্ধারাইল দুটি গ্রামে জলাবদ্ধতা ও শত শত একর ফসলী জমির ফসল হানি হবে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবী করে স্থানীয় সাংসদ (এমপি), রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইন্চার্জের(ওসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ইতিপুর্বে উপজেলা প্রশাসন তিনবার ওই পুকুর খনন বন্ধ করে দিয়েছে, তবে এবার কেনো দিচ্ছে না সেটা তার জানা নাই। এবিষয়ে খননকাজ দেখভালের দায়িত্বরত সরনজাই চকপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র সাইদুর রহমান বাদল বলেন, তারা সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে পুকুর খনন করছে, এখানে প্রায় দুশ, বিঘা জমিতে পুকুর খননের ইচ্ছে আছে। এদিকে রিশিকুল ইউপির দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা ( বিএস) বলেন, ওই পুকুর খনন বন্ধ করা না গেলে আন্ধারাইল মাঠে শত শত বিঘা ফসলী জমি হুমিকর মুখে পড়বে। এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বলেন, এই বিষয়টি কেউ তাকে জানায়নি, তিনি বলেন, বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *