মোঃ মাসুদ রান রিপোর্টার
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে মো.ইমরান হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার মো. হাছিনুর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, এলাকার বেশ কয়েকজন মহিলা গল্প করছিলেন, সেখানে বাচ্চার মা বাচ্চাটিকে দুগ্ধ পান করে ছেড়ে দেন। এরমধ্য বাচ্চাটি বাড়ির পাশে সবার অগোচরে পুকুরে চলে যায়, এরপর অনেক খোঁজাখুঁজি করলে বিলকিস তাকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পায়, এরপর তাকে উদ্ধার করে দ্রুত রানীরবন্দর আর্মি ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারেকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ দশ হাজার টাকা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, এস.আই মানিকুল ইসলাম, ইউপি সদস্য ছফির আলী। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।