জয় রায় জয়ন্ত
খানসামা, প্রতিনিধি
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন দিনাজপুরের খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
শনিবার সকালে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।
টিকা নেওয়ার পর ইউএনও মাহবুব-উল-ইসলাম জানান, করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করে আমার কোনোরকম শারীরিক ও মানসিক সমস্যা হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ্য আছি। তাই গুজবে কান না দিয়ে সকলে টিকা গ্রহন করুন।
এছাড়াও সকলকে মাস্ক পরিধান এবং প্রয়োজন ছাড়া বাসায় থাকার আহ্বান জানান তিনি।