জয় রায় জয়ন্ত
খানসামা দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে।
বুধবার সকালে মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামা উপজেলা প্রশাসন,খানসামা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস শুভ উদ্বোধন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা বৃন্দ।