জয় রায় জয়ন্ত
খানসামা দিনাজপুর প্রতিনিধি

উপজেলায় নানা আয়োজনে ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১ মিনিট নিরাবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ,আক্তারুজ্জামান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ননি গোপাল রায়,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান,যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায়,১নং আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মকছেদুল গণি রাব্বু শাহ,৩নং আওয়ামী যুবলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম,৪নং খামারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজু সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে খানসামা উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,খানসামা থানা,খানসামা ফায়ার সার্ভিস স্টেশন,খানসামা সাব জোনাল অফিস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।পরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,খানসামা থানা ওসি কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়,সমাজসেবা অফিসার মাসুদ রানা, খানসামা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তালহা বিন জসিম,উপজেলার সাব জোনাল অফিসের এজিএম ইখতিয়ার আহমেদ,বীর মুক্তিযোদ্ধা গণ ও আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *