জয় রায় জয়ন্ত
খানসামা, প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একত্রিত হয়ে গত ২০-০৩-২০২১ ইং তারিখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। খানসামা উপজেলায়, দূর্ঘটনামূক্ত নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে তারা উপজেলার নির্মানাধীন সকল রাস্তাগুলো দ্রুত মেরামত ও প্রশাসনের সঠিক তদারকি। খানসামা উপজেলার প্রধান ব্যাবস্যা কেন্দ্র পাকেরহাট বাজারসহ সকল বাজারে যত্রতত্র ইজিবাইক, অটোভ্যান ও সকল প্রকার যানবাহন রাস্তায় পার্কিং নিষিদ্ধ করে পার্কিংয়ের জন্য নিদিষ্ট জায়গা নির্ধারন করে দেওয়া। রাস্তায় সাংকেতিক চিহ্ন ও গতিসীমা নির্ধারন করা সহ পুলিশ বক্রে নিয়মিত পুলিশ তদারকি করা ও প্রশাসনের কঠোর তদারকি করা। অদক্ষ লাইন্সেস বিহীন চালকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক পদক্ষেপ গ্রহন। রাস্তা ও ইটভাটা মালিকদের সাথে কথা বলে অপ্রাপ্ত, বয়স্ক ও অদক্ষ লাইন্সেসবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন। অবৈধ ফিটনেস বিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করা। ইট বালুর গাড়ির গতিসীমা নিদিষ্ট নির্ধারন ও ড্রাইভারদের হুশিয়ারি প্রদান করা। পথ চলাচলে জনগণকে সচেতন করাসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্মারকলিপিতে তুলে ধরেন। স্বরলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন খানসামার একত্রিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি আব্দুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী চৌধুরী সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগন।