জয় রায় জয়ন্ত
খানসামা,প্রতিনিধি
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মসূচি দিয়ে ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত।
আজ সকালে ধাপে ধাপে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে খানসামা পাকেরহাটস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নারায়ন চন্দ্র রায় জয়, তানজিনা লানার জুমান্না খান তন্বী, স্যাকমো ডাঃ সাধন, ডাঃ রন্জন সহ নার্স, স্বাস্থ্যকর্মী, সিএসসিপি, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।