মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা সহ সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (২৫ মে) সকালে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সামনে ছাত্রশিবির মানববন্ধনের আয়োজন করে।

এ দিকে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মুশাররফ আনসারী, সেক্রেটারী আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান নাঈম, তৌহিদুর রহমান, আব্দুর রহমান, মুহাইমিনুল ইসলাম, মনিরুল ইসলাম সা’দ, আলী হামজা, আমিরুল ইসলামসহ নেতৃবৃন্দ।উক্ত মানববন্ধনে মহানগর সভাপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সকল কিছু চালু রয়েছে। শপিংমল খোলা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? এতে আমাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে।

শিক্ষাব্যবস্থা ধ্বংস হলে দেশ ও সমাজের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। একদিকে স্কুল মাদ্রাসা বন্ধ থাকা অন্যদিকে অনলাইন ক্লাসের অযুহাতে প্রযুক্তির সাথে দীর্ঘক্ষণ থাকার কারনে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন গেইমে আসক্ত হয়ে নিয়মতান্ত্রিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, অবাধ ইন্টারনেটের কুফলে তারা অনৈতিকতার সাগরে হাবুডুবু খাচ্ছে। এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র -ছাত্রীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আর অটোপাশ নয় বরং পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন করতে হবে। সাধারণ ছুটি না বাড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার আহ্বান জানান তিনি। এ সময় মানববন্ধনে খুলনার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *