মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার রূপসা উপজেলায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্য ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২৪শে ডিসেম্বর শুক্রবার বিকালে আইচগাতী ইউনিয়নের পুটিমারী বিলে অনুষ্ঠিত হয়। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, বিপুল উৎসাহ, উদ্দীপনা জাকজমকপূর্ণ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্যে অনুষ্ঠিত এ ঘোড়াদৌড় প্রতিযোগীতার আয়োজন করে জে, কে, এস ক্রীড়া সংস্থা। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৫টি দৌড় প্রতিযোগীতা শেষে প্রথম থেকে পঞ্চমতম ঘোড়ার সওয়ারকে পুরষ্কৃত করা হয়। এ বারের ঘোড়দৌড়ের প্রতিযোগিতার মাধ্যমে ৪৮তম আসর শেষ হল।

হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এ বছরও এ আয়োজন করেন এই ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৬ টি ঘোড়া অংশ নেয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ ইসহাক সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল। পরিচালনায় করেন সাধারণ সম্পাদক আলহাজ শেখ আসাদুজ্জামান। ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, প্রথম স্থান অধিকারী ১০হাজার টাকা, ২য় স্থানঅধিকারী ৭হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৫হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী ৩হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ২হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *