ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ-

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী হোগলবুনিয়া খেয়া ঘাট নামক এলাকায় অনুমোদন বিহীন এক ইট ভাটায় গতকাল বুধবার দুপুর ২টায় খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আছিফুর রহমানের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন বিহীন ওই ভাটায় বে-আইনিভাবে নদী সংলগ্ন সরকারি জায়গা দখল করে ভেঁড়িবাঁধ দিয়ে পাঁজা করে ইট প্রস্তুত করছে। এছাড়াও ব্যবহারের জন্য রাখা জ্বালানি কাঁঠ যা ইট প্রস্তুত আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী সম্পূর্ন অবৈধ জব্দ করা হয়। ৪ ঘন্টা ধরে চলা এ উচ্ছেদ অভিযান চলে।

এ সময় ভাটার কোন মালিক কিংবা কর্মচারী ছিলো না। অভিযান শেষে ইট ভাটায় তৈরি প্রায় ৫০ হাজার পাকা ইট,দেড় হাজার মন জ্বালানি কাঠ ও ইট প্রস্তুতের সরঞ্জাম ও যন্ত্রাংশ স্হানীয় জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়’র জিম্মায় রাখা হয়।জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো আবু সাঈদ বলে, ইট ভাটা আইন ২০১৯ এ স্পষ্ট উল্লেখ আছে যে, অনুমতি ছাড়া ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত বে-আইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *