মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ, ২৭ জুলাই। খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনুর রশিদী। সহ সভাপতিত্ব করেন কাজী বাদশা মিয়া।
আরো উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য এমপি আক্তারুজ্জামান বাবু। জেলা পরিষদের সদস্য শেখ ফরিদ রায়হান,আরো উপস্থিত ছিলেন কামরুজ্জামান জামাল, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রিয়াজ কচি , মুজিবুর রহমান, এম এ সালাম, মোজাফফর মোল্লা, সুকর্ণ, নিমাই চন্দ্র, আবু হানিফ, হোসনে আরা চম্পা, মোতালেব হোসেন, ডাবলু, বাপ্পি ,দেবদুলাল বারৈই বাপ্পি জাকির, জামাল, শফিকুজ্জামান মিন্টু, আজিজুল ইসলাম, সুমন সাহা ,আমির অধিকারী, সহ আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এসময় তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের আজকের দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন বর্ষিয়ান রাজনীতিক, ক্রীড়া সংগঠক, নাট্য অভিনেতাসহ বহুমুখী প্রতিভার অধিকারী বলিষ্ঠ ব্যক্তিত্বের শুণ্যতার সৃষ্টি হয়।প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজা ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম পৌর কমিশনার নির্বাচিত হন।
একই সময়ে বর্তমান কেসিসি মেয়রও পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালে খুলনা-২ থেকে তিনি প্রথম এমপি নির্বাচন করেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে তিনদফায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে তিনি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র গঠন করেন।
মোস্তফা রশিদী সুজা এই ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ইলিয়াস চৌধুরির মৃত্যুর পর তিনি আবাহনী ক্লাবের সভাপতি হন।
তিনি একজন নাট্য অভিনেতাও ছিলেন।
ছিলেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি। তেরখাদার চিত্রা মহিলা কলেজ, দিঘলিয়ার মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজ, রূপসা মহিলা কলেজসহ অসংখ্য মাদ্রাসা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এই জনপ্রতিনিধি। ২০১৯ সালের ১৭ জুন জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার সহধর্মিনী খোদেজা রশিদী ইন্তেকাল করেন।