মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সোলায়মান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
(রোববার ৪সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে কক্সবাজার মহসড়কে হাসমত আলীর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত সোলায়মান লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান ৭ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ শফির ছেলে।
দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান সকালে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। খবর হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।