তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা
বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ করা হয়েছে।জানা গেছে, ৫মে বুধবার উপজেলা পরিষদ হল ঘরে আয়োজিত বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে গোদাগাড়ী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪১ জন ছাত্রছাত্রীদের মাঝে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং ১৭১ জন ছাত্রছাত্রীর মাঝে ৩ লাখ ৫ হাজার টাকার শিক্ষাপোকরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি উন্নত মাণের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
