আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক দুরদর্শীতা ও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও হেভিওয়েট প্রার্থী রবিউল আলম মনোনয়ন প্রত্যাহার করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাসকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট করতে নেতাকর্মীদের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়েছেন।
এতে নৌকার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এদিকে রবিউল আলমের মনোনয়ন প্রত্যাহারের খবরে এমপিবিরোধী শিবিরের মাথায় বাজ পড়েছে দিয়েছে রণেভঙ্গ। স্থানীয অসমর্থিত সুত্র জানান, এমপিবিরোধীরা দলীয় মনোনয়নের প্রলোভন দেখিয়ে এক প্রার্থীর কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছে।
তবে হেভিওয়েট রবিউল আলমের প্রার্থী হওয়ায় তারা স্বপ্ন দেখেছিল নৌকাকে পরাজিত করে বিজয়ী হবার। কিন্ত্ত রবিউল আলম মনোনয়ন প্রত্যাহার করায় এখন তাদের সেই স্বপ্ন উবে গেছে, তাদের সমর্থিত প্রার্থীর পরাজয় প্রায় নিশ্চিত বিষয়টি উপলব্ধী করার পর তাদের মধ্য চরম মতবিরোধ ও কোন্দলের সুত্রপাত হয়েছে। ওদিকে মনোনয়ন পাবার লোভে প্রার্থীও বিপুল অঙ্কের টাকা তাদের পিছনে ব্যয় করে প্রায় দেউলিয়া হয়ে ভোটের মাঠে আর্থিক সঙ্কটে পড়েছে।এসব বিবেচনায় উপ-নির্বাচনে নৌকার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।#