জৈন্তাপুর,সিলেট রিপোর্টার;
মোঃ রুবেল আহমেদ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে আব্দুর রউফ (২৬ ) নামের এক যুবক খুন হয়েছে। নিহত আব্দুর রউফ হাটগ্রামের আং রহমানের ছেলে। বৃহস্পতিবার ২২জুলাই দুপুরে ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত জেরে ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামের হাবিবুর রহমানের পরিবারের সাথে বাড়ির আং রহমানের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে কিছুদিন যাবত বিরোধ চলছিল। আজ সকালে আব্দুর রহমানের ছেলে আব্দূর রউফ তার ঘরের পিছনে বাথরুমের রিং বসানোর গর্ত করছিল।

অপরদিকে হাবিবুর রহমানের ছেলে চাচাতো ভাই মানিক মিয়া বাড়ির আঙ্গিনায় কোরবানির গরুর চামড়া চাকু দিয়ে পরিষ্কার করছিলেন। সে চাকু হাতে নিয়ে চাচাতো ভাই আব্দুর রউফকে এই জায়গায় গর্ত করতে বাধা প্রদান করে। কথা কাটাকাটির একপর্যায়ে মানিক মিয়া আব্দুর রউফকে হাতে থাকা চাকু দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই আব্দুর রউফ নিহত হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ানঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব।

এ বিষয়ে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে বাথরুমের রিং বসানোর গর্ত করতে গিয়ে আব্দুর রউফ নামে এক যুবক নিহত হয়েছে। খুনের ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান। থানা পুলিশ সুরতাহল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *