আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম আরডিআরএসের দাশেরহাট শাখার কর্মী লুৎফর রহমান এবং শাখা ম্যানেজার মারুফা আক্তার বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের দাশের হাট অফিস শাখা থেকে রোববার সকাল ১০টার দিকে অফিসের মোটরসাইকেল যোগাযোগে কুড়িগ্রাম শহরে আসছিলেন।
পথে শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফনা তুলে আছে। তাৎক্ষনিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে তারা নেমে পড়েন।এসময় সাহস করে মোটরসাইকেল চালক লুৎফর রহমান ছবিও তুলেন।
তারা জানান, এঘটনা জানাজানি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। উৎসুক জনতার আগমনে সাপটি গাড়ির ভিতরে ঢুকে পড়ে। মোটরসাইকেলটি কলেজ মোড় এলাকার আইনুল মেকারের দোকানে নিলে সেখানেও জনসমাগম হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেলটি মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি।পরে উৎসুক জনতা সাপটিকে তাৎক্ষণিক মেরে ফেলে।
আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার মারুফা আক্তার বলেন, জীবনের ঝুকি নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়। এতবড় ঝুঁকিতে পড়তে হবে কখনো তা স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি।